ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দেশের একমাত্র ‘সাম্বার’ পরিবারে নতুন অতিথি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, সেপ্টেম্বর ৩০, ২০২০
দেশের একমাত্র ‘সাম্বার’ পরিবারে নতুন অতিথি! সাম্বার পরিবারে নতুন অতিথি

চট্টগ্রাম: দেশের একমাত্র সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি এসেছে। নগরের ফয়’স লেক এলাকার চট্টগ্রাম চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারটি রয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় তিন কেজি ওজনের মেয়ে শাবকটির জন্ম হয়। এটি নিয়ে এখন এ পরিবারের সদস্য সংখ্যা হলো পাঁচ।

 

চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা পরিষদের সদস্যসচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বাংলানিউজকে জানান, মা হরিণ ও শাবকটি সুস্থ রয়েছে।  

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম হয়েছে সাম্বার শাবকটির।  চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ বাংলানিউজকে জানান, বাংলাদেশের বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ শুধু চট্টগ্রাম চিড়িয়াখানায় আছে। এটি উপমহাদেশের সবচেয়ে বড় জাতের হরিণ। গর্ভধারণ কাল ৭-৮ মাস। ৩ বছরে বয়োঃপ্রাপ্ত হয়। ২০-২৫ বছর বাঁচে।  

তিনি জানান, সাম্বার শাবক ৬ মাস পর্যন্ত দুধ খায়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।