ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

করোনামুক্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, সেপ্টেম্বর ২৯, ২০২০
করোনামুক্ত হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন  মোহাম্মদ ইলিয়াস হোসেন

চট্টগ্রাম: করোনা ভাইরাসে আক্রান্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন করোনামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাজিব হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে ডিসি স্যারের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা নেগেটিভ এসেছে।

গত ১৬ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

 

এরপর থেকে ডিসি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

গত মার্চে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নানা উদ্যোগ বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

করোনাকালে দিনমজুরদের ঘরে ঘরে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নিজেই অভিযানে নামাসহ করোনা মোকাবিলায় নানা উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।