ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
লোহাগাড়ায় ১৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ী

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ী হলো- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার টাইপালং এলাকার কালু মিয়ার ছেলে মো. শাহজাহান (৩০) ও দুছড়ি এলাকার সুরুত আলীর ছেলে মো. ইউনুছ (২১)।

 

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।  

চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে বলেন, মাদকের বিরুদ্ধে চট্টগ্রাম জেলায় বিশেষ অভিযান চলছে। লোহাগাড়ার চুনতি এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার হয়েছে। জেলার সাতকানিয়া, পটিয়া, বোয়ালখালীসহ সব থানায় এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।