ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীর আমিন হাটে পুড়ল ৫ দোকান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
বাঁশখালীর আমিন হাটে পুড়ল ৫ দোকান বাঁশখালী সদর আমিন হাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পুড়েছে ৫টি দোকান

চট্টগ্রাম: বাঁশখালী সদর আমিন হাটে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৫টি দোকান পুড়ে গেছে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ভোররাত ৩টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।

 

অনিল চন্দ্র, মো. রুবেল, নিতাই চন্দ্র, মো. খালেদ ও নূর আহমেদের ২টি মুদির দোকান, ১টি মুড়ির, ১টি আসবাবপত্র ও ১টি ধানের গুদাম পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।