ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, সেপ্টেম্বর ২৮, ২০২০
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল লালদীঘি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।  

নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল।

বিশ্বের উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশগুলো এখন বাংলাদেশকে অনুসরণ করছে। দেশের দারিদ্রতা বিমোচন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, শিক্ষাখাতে সংস্কার,তথ্য প্রযুক্তিতে অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দক্ষ নেতৃত্বে সম্ভব হয়েছে।

মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন লালদিঘী জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. সেলিম উদ্দিন আলকাদেরী।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, সদস্য সুরৎ কুমার চৌধুরী, আনোয়ার হোসেন আজাদ, রেজাউল্লাহ খোকন, মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, নেছার আহমদ, আবদুল আউয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজী ইব্রাহিম, আলমগীর আলম, মোজাম্মেল হোসেন নান্টু, এসএম ফারুক, শাহেদুল ইসলাম শাহেদ, সরওয়ার খান, তারেক সুলতান, আবদুল হাই, মোস্তাক আহমদ টিপু, মাহবুবুর রহমান মাহফুজ, সাজ্জাদ আলী বাহাদুর, কাজী রাজেশ ইমরান, কাজল প্রিয় বড়ুয়া, মুজিবুর রহমান মুজিব, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী, আসিফ মাহমুদ, শেখ আহমদ জাহেদ, শাহিন সরওয়ার, হাবিব শরীফ, মো: ইকবাল, হাজী আবদুল মান্নান, নাঈমুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, হারুনুর রশিদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।