চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকার পাহাড়ি একটি ছড়া থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ বাইন্যাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বাংলানিউজকে বলেন, হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ বাইন্যাপাড়া এলাকার পাহাড়ি একটি ছড়া থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসকে/টিসি