চট্টগ্রাম: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তাঁর নিরোগ দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল, মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বহদ্দারহাটে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
রেজাউল করিম চৌধুরী বলেন, আমাদের প্রিয় নেত্রী এখন আর নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ নন। তিনি এখন বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক, বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব মানবতার জননী, সাম্যতার ভিত্তিতে বিশ্ব অর্থনৈতিক উন্নয়নে অনুকরণীয় নেতৃত্ব।
তিনি বলেন, স্বৈরাচারী সরকার সেদিন তাঁকে এবং ছোট বোন রেহানাকে নির্বাসনে থাকতে বাধ্য করেছিলো। কিন্তু তাঁর অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মানে স্বৈরাচার সরকার। দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিতে সক্ষম হন। অল্প সময়ে সকল সূচকে অভাবনীয় উন্নতি সাধন করে দেশকে অনন্য মর্যাদায় আসীন করেছেন।
সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, অধ্যাপক মাসুম চৌধুরী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মাদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রাশেদ আলী জাহাঙ্গীর, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. ইউনুস কোম্পানি, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সোরোয়ার্দী
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজিমউদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আইয়ুব খান, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রন্জু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলী নেওয়াজ, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মুসা ও আকবর আলি আকাশ, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিম রহমান, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেল, আব্দুর রাজ্জাক, মাহমুদ ইউসুফ মিনার,আবু সাঈদ সুমন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান তারেক, ইয়াসির আরাফাত কচি, নোমান চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসকে/টিসি