ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার জন্মদিন পালন করলো সাবেক ছাত্রলীগ নেতারা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, সেপ্টেম্বর ২৮, ২০২০
শেখ হাসিনার জন্মদিন পালন করলো সাবেক ছাত্রলীগ নেতারা

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) মিউনিসিপাল মডেল স্কুলের মাঠে খাবার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।  

আখতারুজ্জামান রুমেলের সভাপতিত্বে ও শাহা আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফর আলী, সাবেক সাধারন সম্পাদক শেখ মো. ইসহাক,, নোমান আল মাহমুদ, মো. বেলাল আহমেদ, মো. ঈশা, সাবেক সভাপতি রায়হান ইউছুপ, আবদুল মন্নান ফেরদৌস।

 

দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন সিটি কলেজ জামে মসজিদেরর ইমাম হাফেজ মাওলানা মোহাম্মাদ খকরুল।  

এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তানভীর আহমদ রিংকু, মাহমুদুল হক আবু, মহিউদ্দীন আলী নুর, আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, আবু তাহের, মঞ্জুরুল আজম চৌধুরী, হেলাল উদ্দিন, মহিউল ইসলাম সোহেল, ফয়সাল বাপ্পী, নজরুল ইসলাম, মো. মুকছুদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা রাকিবুল হোসেন, সাবেক সভাপতি আলমগীর টিপু, নুর মো. নাজমুল, আরিফ উল্লাহ, সাবেক সহ-সভাপতি গোলাম রসুল নিশান, মো. আরমান, নুর নবী প্রিন্স, রায়হান মাহমুদ টিপু, সিটি কলেজের সাবেক ছাত্রনেতা জামসেদুল আলম সুমন, আব্বাস রানা, প্রদীপ ঘোষ লক্ষণ, সরফরাজ নেওয়াজ রবিন, কমার্স কলেজের সাবেক ছাত্রনেতা আসিবুল আলম আসিফ, হাসান শাহারিয়ার, আইন কলেজের সাবেক ছাত্রনেতা সমর কান্তি ভূপাল, আরিফ মঈনউদ্দিন, মো. শাহজাহান, টিপু শীল জয় দেব, আবদুল ওয়াহেদ হোসাইনী, তারেক ইকবাল, মো. সালাউদ্দিন, নাজমুল পিন্টু, মাকসুদুর রহমান মাকসুদ, জাফর আলম রবিন, সৈয়দুল ইসলাম, মাইনুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।