ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরে বাইরে আসায় ৫০ জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
মাস্ক না পরে বাইরে আসায় ৫০ জনকে জরিমানা অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

চট্টগ্রাম: সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া ঘরের বাইরে আসায় চট্টগ্রামে ৫০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার কোনো বিকল্প নেই।

এ কারণে সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।

তিনি বলেন, সরকারি এ নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া চলাফেরা করায় কোতোয়ালী মোড়ে ৫০ জনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়েছে।

মো. উমর ফারুক বলেন, সরেজমিনে দেখা যায় রাস্তা-ঘাট, বিপনি বিতান, মার্কেট ও গুরুত্বপূর্ণ এলাকায় মানুষ মাস্ক না পরে চলাফেরা করছে। যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় আনতে এই জরিমানা করা হয়েছে।

‘অনেকের কাছে জানতে চেয়েছি, মাস্ক পরেননি কেনো? তারা উত্তরে বলেছেন- করোনা ভাইরাস এখন নেই, তাই তারা মাস্ক পরেন না! করোনো তাদের সংক্রমিত করবে না! অনেকে ভুলে মাস্ক বাসায় রেখে এসেছেন বলেও অজুহাত দেখান। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।