ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
১৪ হাজার পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক ৬

চট্টগ্রাম: চট্টগ্রামে ১৪ হাজার ১৫০ পিস ইয়াবাসহ ছয় জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) নগর গোয়েন্দা পুলিশ এবং বোয়ালখালী ও লোহাগাড়া থানা পুলিশ পৃথকভাবে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।

আটককৃতরা হলেন- আবু সৈয়দ (২৫), কামরুল ইসলাম(২৪),  মোঃ রাসেল(২২), আনোয়ারুল হক(৪২), মো. আয়াজ (২০) ও মো. ইয়াকুব (৪০)।

নগর গোয়েন্দা বিভাগের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, কোতোয়ালী থানাধীন লালখান বাজার ইস্পাহানী মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আবু সৈয়দ নামে একজনকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি পিকআপ। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বোয়ালখালী থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের ফুলতল মোড় এলাকায় আরকান সড়কে অভিযান চালিয়ে ৭ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় একটি ট্রাকসহ কামরুল ইসলাম, মো. রাসেল ও আনোয়ারুল হক নামে তিন জনকে আটক করা হয়।  

লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।