ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে অস্ত্রসহ আটক তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
চান্দগাঁওয়ে অস্ত্রসহ আটক তিন আটক তিনজন

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে সিএনজি অটোরিকশা করে অস্ত্র নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপরাধ কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আটক তিনজন হলো- মো. মিরাজ উদ্দীন (৪৬), মো. আরিফ (২৬), মো. সাগর (২৯)। মিরাজ উদ্দীন ও আরিফের বাড়ি নোয়াখালী জেলায় ও সাগরের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানিয়েছে পুলিশ।  

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে বলেন, চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে একটি এলজিসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা সিএনজি অটোরিকশা করে অস্ত্র নিয়ে যাচ্ছিল। পুলিশের টহল টিম তাদের থামাতে সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।