ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম: নগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্তমানে দেশে একের পর ধর্ষণের ঘটনা ঘটছে। চলছে ধর্ষিতার আর্তনাদ ও আহাজারি।

ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে। তাদের অত্যাচার, নির্যাতন ও  গণধর্ষণ অতীতের সব কিছুকে হার মানিয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ) সকালে নগর বিএনপির উদ্যোগে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাহাদাত বলেন, প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে সারাদেশে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতারা সন্ত্রাসী কার্যক্রম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে মেতে উঠেছে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার সন্ধ্যার পর সিলেটের এমসি কলেজের ১২৮ বছরের ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীরা।  

তিনি অবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িত চিহ্নিত ধর্ষকদের গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তি দাবি করেন।  

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনা অতীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেনি।  
তিনি বলেন, এসব ঘটনা বন্ধ করার জন্য আমাদের জাগতে হবে, জনগণকে জাগিয়ে তুলতে হবে।  

উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি মো. মিয়া ভোলা, মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, শফিকুর রহমান, মাহবুবুল আলম, এসএম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সম্পাদক এম সালাউদ্দীন, শিহাবুদ্দীন মুবিন, হামিদ হোসেন, মনোয়ারা বেগম মনি, আবদুল বাতেন, মনজুর রহমান চৌধুরী, মায়মুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডেপ্টি, রফিকুল ইসলাম, জেলি চৌধুরী, আবু মুছা, মোস্তাফিজুর রহমান বুলু, সালাউদ্দীন লাতু, জাকির হোসেন, জসিম উদ্দীন জিয়া, ইউসুফ সিকদার, বুলবুল আহমদ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ মো. আসলাম, শামসুল আলম, রাসেল পারভেজ সুজন, সিরাজুল ইসলাম মুন্সী, সাদেকুর রহমান রিপন, জাহিদুল্লাহ রাশেদ, হাসান ওসমান, জসিম মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।