ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পানির ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, সেপ্টেম্বর ২৬, ২০২০
পানির ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম: নগরের খুলশী থানার লালখান বাজার এলাকায় পানির ট্যাংক থেকে মাইশা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লালখান বাজার মতিঝর্ণা এলাকার ৬ নম্বর গলির একটি বাড়ির পানির ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বাংলানিউজকে জানান, শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উপরে তোলেন। পরে পুলিশকে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই।

 

তিনি বলেন, মাইশার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। অসতর্কতাবশত সে পড়ে গেছে বলে আমরা ধারণা করছি। এরপরেও বিষয়টি তদন্ত করে দেখছি আমরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।