ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির সাবেক উপাচার্য নূরুদ্দীন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
চবির সাবেক উপাচার্য নূরুদ্দীন আর নেই

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নূরুদ্দীন চৌধুরী (৭৫) মারা গেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

২০০২-০৬ সালে চবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা এই শিক্ষক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ একমাস ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ বাংলানিউজকে বলেন, কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য থাকাকালীন তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করেন।

 

তিনি শাহজালাল হলের প্রভোস্ট থাকাকালীন আমি হাউজ টিউটর হিসেবে প্রশাসনিকভাবে কাজ করার সুযোগ হয়েছিলো। তিনি ছিলেন অত্যন্ত সৎ, যোগ্য ও নরম মনের মানুষ। তার মৃত্যুতে আমরা খুবই মর্মাহত ও শোকাহত।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।