ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মাহাবুব আলীর মৃত্যুবার্ষিকীতে বিজিএমইএর দোয়া মাহফিল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০১, সেপ্টেম্বর ২৬, ২০২০
মাহাবুব আলীর মৃত্যুবার্ষিকীতে বিজিএমইএর দোয়া মাহফিল

চট্টগ্রাম: তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক প্রথম সহ-সভাপতি মাহাবুব আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল বিজিএমইএ’র আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিজিএমইএর প্রথম সহ-সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক মোহাম্মদ মুসা, খন্দকার বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাবেক পরিচালক এসএম সাজেদুল ইসলাম, আ ন ম সাইফুদ্দিন, মাহাবুব আলীর ছেলে ও হাবিব গ্রুপের পরিচালক তানভীর হাবিবসহ পোশাক শিল্পের মালিক ও বিজিএমইএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতিবৃন্দ ও সহ-সভাপতি মরহুম মাহাবুব আলীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আলোচনা ও মিলাদ শেষে মরহুম মাহবুব আলী, এশিয়ান ও ডাফ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবু তাহের সওদাগরসহ পোশাক শিল্পের প্রয়াত মালিক ও শ্রমিক কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

 

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এআর/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।