ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগরে খাদ্যগুদাম ও পোশাক কারখানায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
নগরে খাদ্যগুদাম ও পোশাক কারখানায় আগুন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় খাদ্যগুদামে এবং বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, সাগরিকা এলাকার ‘বিডি সী ফুড’ নামের প্রতিষ্ঠানটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক বাংলানিউজকে বলেন, সকাল সাতটার দিকে বালুছড়ার ‘জেমিনি ফ্যাশন’ নামে একটি বন্ধ পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad