ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী: রেজাউল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী: রেজাউল

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।  

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চান্দগাঁওয়ে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর সার্বিক তত্বাবধানে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেজাউল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় মানুষকে সহায়তা করে। করোনা দূর্যোগকালীন সময়ে শুধু নয়, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন অব্যাহত থাকবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য এস এম হুমায়ুন কবির, ৪ নম্বর ওয়ার্ড সি ইউনিট আওয়ামী লীগের সভাপতি সৈয়দ নজরুল করিম, যুবলীগ নেতা আনিছুর রহমান লিটু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল আলম অপু, মো. রাসেল।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad