ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিসি হিলে বসার জায়গা পরিষ্কারের নির্দেশ সুজনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
ডিসি হিলে বসার জায়গা পরিষ্কারের নির্দেশ সুজনের চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন ডিসি হিলের আশপাশে ঘুরে দেখেন

চট্টগ্রাম: নগরবাসীকে স্বাস্থ্য সচেতন করতে নিয়মিত হেলথ চেক-আপ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।

‘প্রতি শুক্রবার সকালে ডিসি হিলে যারা প্রাতঃভ্রমণ করতে আসেন চসিকের পক্ষ থেকে বিনামূল্যে তাদের রক্তের শর্করার পরিমাণ, রক্তচাপ পরীক্ষাসহ ডেঙ্গু, চিকনগুনিয়া ও করোনা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

এর বাইরে নগরের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে এসব স্বাস্থ্যসেবা দেওয়া হবে। ’ 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিসি হিলে বিনামূল্যে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন সুজন।

এ সময় প্রশাসক ডিসি হিলের বসার জায়গাগুলোতে জমে থাকা শ্যাওলাগুলো অতি শিগগির পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা দেন।  

প্রশাসক ডিসি হিলের আশপাশে ঘুরে দেখেন এবং প্রাতঃভ্রমণে আসা নগরবাসীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন।

তাদের উদ্দেশে সুজন বলেন, এ ডিসি হিলের ওয়াকওয়েটি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন দৃষ্টিনন্দনভাবে সাজিয়েছেন। এর পরিবেশ রক্ষায় আপনাদেরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। কারণ এটি আপনারাই ব্যবহার করছেন। আমি দেখছি এখানে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী বাদাম, চটপটিওয়ালা তাদের ব্যবহৃত বিভিন্ন ময়লা ফেলে পরিবেশ নষ্ট করছে-যা কাম্য নয়। আপনারা ডিসি হিলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে উৎসাহিত করবেন। চসিক সপ্তাহে দু’দিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবে।  

পরিদর্শনকালে উপস্থিত চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, রাজনীতিক জামশেদ আলম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী বিপ্লব কন্তি দাশ, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. জুয়েল মহাজন, ডা. মোহাম্মদ ইস্কান্দর আলী, ডা. মোহাম্মদ আবিন ইবনে তাহের, ডা. সুদীপ কুমার চৌধুরী, ডা. মো. ওমর আলী, মো. শাহেদ আলী চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।