ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃষ্টিতে বেড়েছে সবজির দাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
বৃষ্টিতে বেড়েছে সবজির দাম ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: গত দুই সপ্তাহ ধরে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। এর সঙ্গে যোগ হওয়া বৃষ্টিতে কমে গেছে সরবরাহ।

প্রভাব পড়েছে বন্যার।  শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম ও মূলার দাম কমেনি।

সেই তুলনায় স্বস্তি আছে মাছ-মাংসের বাজারে।  

রিয়াজউদ্দিন বাজারে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফুলকপি ৪৫-৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শিম ১২০ টাকা ও মূলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব সবজি এখনও পরিপক্ক না হলেও অনেকে আগ্রহ নিয়ে কিনছেন।

এছাড়া বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, কাঁচা পেঁপে ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ২৫ টাকা, গাজর ৯০ টাকা ও টমেটো ৯০-১০০ টাকা, আলু ৩৮-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কমেছে কাঁচামরিচের দাম।  প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়।

চকবাজার মাছের বাজারে তেলাপিয়া বিক্রি হচ্ছে ১২০ টাকা, শিং মাছ ৩৫০ টাকা, মাগুর ১৮০-২০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, রুই ১৩০-১৫০ টাকা, কাতলা ১২০-২০০ টাকা, কোরাল ৪৩০-৭৫০ টাকা, ছোট ইলিশ ৭৫০-৮০০ টাকা, চিংড়ি ৪০০ টাকা, ছুরি মাছ ১৫০ টাকা এবং প্রতিকেজি রূপচাঁদা বিক্রি হচ্ছে ৬০০-১১০০ টাকায়।

এদিকে কাজীর দেউড়ি কাঁচাবাজারে ব্রয়লার মুরগির ১৩০-১৩৫ টাকা, কক মুরগি ২৪০-২৫০ টাকা, লেয়ার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারভেদে চায়না রসুন ও আদা কেজিপ্রতি ১৫০-১৮০ টাকা, পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। বস্তাপ্রতি নেওয়া হচ্ছে ৫-১০ টাকা বেশি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।