ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরুন: রেজাউল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড  তুলে ধরুন: রেজাউল

চট্টগ্রাম: করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের নির্বাচনী কার্যক্রমকে গতি আনার লক্ষ্যে নগরীর ওয়ার্ড ভিত্তিক দলীয় নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরের ৫নং মোহরা ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এম. রেজাউল করিম চৌধুরী বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। নির্বাচন কমিশন থেকে যখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক না কেন যাতে নৌকার বিজয় নিশ্চিত করা যায় সে লক্ষ্যে মাঠে কাজ করতে হবে।

কারণ নৌকার বিজয় মানে গরীব দুঃখী মানুষের বিজয়। নৌকাতে উন্নয়ন, নৌকায় অগ্রগতি। তাই নৌকার বিজয় মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিজয় নয়, নৌকার বিজয়ে জনতার বিজয় হয়, গণতন্ত্রের বিজয় হয়, গণমানুষের কল্যাণ হয়।

৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাজী আবু তাহের, ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. জসিম উদ্দিন, খালেদ হোসেন খান (মাসুক), আহবায়ক কমিটির সদস্য এসএম আনোয়ার মির্জা, ইমতিয়াজ চৌধুরী, আহমেদুর রহমান, নাজিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।