ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রীতিলতার প্রতি বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
প্রীতিলতার প্রতি বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের শ্রদ্ধা প্রীতিলতার প্রতি বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদের শ্রদ্ধা

চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মহুতি দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম বিপ্লব ও বিপ্লবী স্মৃতি সংরক্ষণ পরিষদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পরিষদের পক্ষে ইউরোপিয়ান ক্লাবের কাছে নির্মিত প্রীতিলতার আবক্ষমূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

এসময় বক্তব্য রাখেন পরিষদের আহবায়ক আলমগীর সবুজ, প্রীতম দাশ, অনুপম শীল।

১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে ১৫ জনের বিপ্লবী দল ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ চালায়।

প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণের নির্দেশ দেন। ইংরেজ অফিসাররা রিভলবার নিয়ে পাল্টা গুলি চালায়। মিসেস সুলিভান নামে একজন ইংরেজ নিহত হয়। আরও চারজন পুরুষ এবং সাতজন ইংরেজ মহিলা আহত হয়। আক্রমণ শেষে বিপ্লবী দলের সাথে কিছুদূর এগিয়ে যান দলনেতা প্রীতিলতা। তারপর পটাশিয়াম সায়ানাইড পানে আত্মহুতি দেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার।

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।