ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আউটার স্টেডিয়ামের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
আউটার স্টেডিয়ামের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ আউটার স্টেডিয়ামের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ির আউটার স্টেডিয়াম সংলগ্ন ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চসিকের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

 

এ সময় ভিআইপি টাওয়ার, অ্যাপোলো শপিং সেন্টারসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও লালদীঘির পাড়সহ প্রায় ৩০টি দোকানের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়।  

অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।