ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে মনজুর আলমের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, সেপ্টেম্বর ২৪, ২০২০
বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে মনজুর আলমের শ্রদ্ধা

চট্টগ্রাম: বীরকন্যা প্রীতিলতার ৮৮তম আত্মহুতি দিবসে তার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম। সকালে পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন বীরকন্যা প্রীতিলতার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মাস্টারদা সূর্য সেনের নির্দেশে পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবে আক্রমণ করতে যান ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার।  

সফল অপারেশনের পর ফেরার পথে হঠাৎ একটি গুলি এসে তার বুকে লাগে।

তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ইংরেজদের হাতে ধরা পড়ার আগেই তিনি নিজের কাছে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহুতি দেন।  

‘দেশের জন্য তার এই ত্যাগকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। ’ 

এই সময় উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।