ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দামপাড়া ওয়াসা ভবনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
দামপাড়া ওয়াসা ভবনে আগুন আগুনে পুড়ে যাওয়া কক্ষ। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের দামপাড়া ওয়াসা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আলী আকবর বাংলানিউজকে বলেন, পাঁচতলা ওয়াসা ভবনের তৃতীয় তলায় ভোর সাড়ে ৪টায় আগুন লাগে।

তৃতীয় তলা অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। আগুনে কিছু কাগজপত্র ও আসবাব সামগ্রী পুড়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad