ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি’র পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
চবি’র পেশাগত এমবিবিএস পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি পেশাগত এমবিবিএসের লিখিত ফাইনাল পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তনের দাবি

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীনে পেশাগত এমবিবিএসের লিখিত ফাইনাল পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা পূজা শাখার সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর থেকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৬ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই ধর্মানুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ মে/২০২০ সালের ফাইনাল পেশাগত এমবিবিএস লিখিত পরীক্ষা ২১ অক্টোবর থেকে শুরুর বিজ্ঞপ্তি জারি করেছে যা পূজা পরিষদ নেতৃবৃন্দসহ পূজার্থী সনাতন জনগোষ্ঠীর মনে ক্ষোভের সঞ্চার করেছে ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

 
অবিলম্বে উক্ত পরীক্ষার তারিখ পরিবর্তন করা না হলে পূজা পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয় বিবৃতিতে।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।