ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেললাইনে আবর্জনা, আটকে গেলো ডেমু ট্রেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
রেললাইনে আবর্জনা, আটকে গেলো ডেমু ট্রেন রেললাইনে আবর্জনা, আটকে গেলো ডেমু ট্রেন।

চট্টগ্রাম: ষোলশহরে একটি ময়লার ভাগাড় রেল রুটে পড়ে থাকায় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ডেমু ট্রেনকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ষোলশহরের আমিন জুট মিলে এ ঘটনা ঘটে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, সিটি করপোরেশনের একটি ময়লার ভাগাড়ের কিছু অংশ রেল রুটে পড়ে থাকায় ডেমু ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হয়। পরে ময়লার ভাগাড়টি সরোনার পর ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে চলে যায়।

নাজিরহাটগামী কমিউটার ট্রেনটি (ডেমু) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। আর ট্রেনটি নাজিরহাটে পৌঁছে রাত ৮টা ১৫ মিনিটে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।