ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিউমার্কেটে দোকানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, সেপ্টেম্বর ২৩, ২০২০
নিউমার্কেটে দোকানে আগুন আগুন নেভাতে তৎপর ফায়ার সার্ভিস কর্মীরা।

চট্টগ্রাম: নগরের নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বি ব্লকের নবম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আবদুর রহমান বাংলানিউজেকে বলেন, নিউমার্কেটে একটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় আগুন নিভাতে একটু সময় লেগেছে।

তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।  

তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস কি ছিল তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।