ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দোকানের কর্মচারী হত্যাকারীর শাস্তি চাইলেন নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
দোকানের কর্মচারী হত্যাকারীর শাস্তি চাইলেন নাছির বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: রিয়াজুদ্দিন বাজারে মালিকের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা মো. রাসেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নগরের রীমা কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ দাবি জানান।

 

সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ২১ সেপ্টেম্বর রিয়াজুদ্দিন বাজারে চুরির দায়ে নিরীহ এক কর্মচারীকে দোকানের মালিক নিষ্ঠুর ভাবে পিটিয়ে হত্যা করেছেন। মালিক পক্ষ ঐ কর্মচারীকে তার মা বাবার সামনেই পিটিয়ে মেরেছে।

আইন হাতে তুলে নেওয়ার অধিকার দোকান মালিককে কে দিয়েছে?

তিনি আরও বলেন, কর্মচারী যদি অপরাধী হয়ে থাকে তাহলে পুলিশ আছে। আইন তার বিচার করবে। দোকানের মালিক কোন ক্ষমতা বলে খেটে খাওয়া নিরীহ কর্মচারীকে পিটিয়ে মেরেছে? আমি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের জন্য সংশ্লিষ্ট শ্রমিক নেতৃবৃন্দকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।  

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহবায়ক মো. এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মিরণ হোসেন মিলনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কালুরঘাট আঞ্চলিক শ্রমিক লীগ সভাপতি আলী আকবর, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সভাপতি মীর নওশাদ, বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস শ্রমিক ফেডারেশনের সভাপতি সাদেকুর রহমান, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ সদস্য সচিব উজ্জল বিশ্বাস, দোকান কর্মচারী ফেডারেশন সভাপতি মো. আলমগীর, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।