ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের কারখানায় দুর্ঘটনায় ৭ জন দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের কারখানায় দুর্ঘটনায় ৭ জন দগ্ধ জিপিএইচের লোগো

চট্টগ্রাম:  চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার ছোট কুমিরা এলাকায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের কারখানায় গলিত লোহা ছিটকে পরে সাতজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- শাহিন আলম (২৭), টিপু সুলতান (৩২), শহিদুল ইসলাম (২৭), নুরুজ্জামান (৪০), কে ওয়াল সিং সোহান (৩৫), আমির হোসেন (২৭) এবং রবীন্দ্র (২৪)।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, জিপিএইচ কারখানায়  দুর্ঘটনায় দগ্ধ সাতজন শ্রমিককে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে আনা হয়।

এদের মধ্যে ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, জিপিএইচ কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়ে আমাদের কিছু জানায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি কারখানার ভিতরে দুর্ঘটনায় ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এমএস/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।