ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উত্তর চট্টগ্রামের চার ইউপি নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
উত্তর চট্টগ্রামের চার ইউপি নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা আওয়ামী লীগ

চট্টগ্রাম: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উত্তর চট্টগ্রামের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদীন, নানুপুর ইউনিয়নে মো. শফিউল আজম, মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে অ্যাডভোকেট আবুল কাশেম ও সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দীন।

 

এদের মধ্যে সুয়াবিল ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাকি তিন ইউনিয়নে উপ-নির্বাচন।  

এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান বাংলানিউজকে বলেন, উত্তর চট্টগ্রামের চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জয়নাল আবেদীন, নানুপুর ইউনিয়নে মো. শফিউল আজম, মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে অ্যাডভোকেট আবুল কাশেম ও সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দীন।  

তিনি জানান, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন স্বজন কুমার তালুকদার।

আগামি ২০ অক্টোবর এসব ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।