ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সরাফত ফিলিং স্টেশনকে ২ লাখ, এশিয়াকমকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
সরাফত ফিলিং স্টেশনকে ২ লাখ, এশিয়াকমকে ১ লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদফতরের লোগো

চট্টগ্রাম: বোয়ালখালী থানাধীন পূর্ব কালুরঘাট এলাকায় ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে সরাফত অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা ও এশিয়াকম এনার্জি অ্যান্ড টেকনোলজিকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।  

সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে এসব জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।

 

এছাড়া পৃথক আদেশে নোয়াখালীর সেনবাগ এলাকার মক্কা অটোমেটিক রাইচ মিলকে ১০ হাজার টাকা, কমিল্লা সদরের মেসার্স একতা পোল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১০ হাজার টাকা, নাঙ্গলকোটের হক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, চৌদ্দগ্রামের মেসার্স এসবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, মেসার্স আর এম ব্রিকসকে ৫০ হাজার টাকা, সদরের মেসার্স নিউ সাকুরা ব্রিকসকে ৫০ হাজার টাকা, কক্সবাজারের টেকনাফের ল্যাব এইড মেডিক্যাল অ্যান্ড প্যাথলজিকে ২০ হাজার টাকা ও চাদপুর উত্তর মতলবের মেসার্স সরকার ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।