ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘চুরির’ দায়ে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, মালিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, সেপ্টেম্বর ২১, ২০২০
‘চুরির’ দায়ে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা, মালিক আটক ‘চুরির’ দায়ে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারের একটি দোকানে ‘চুরির’ দায়ে রাসেল (১৮) নামে এক কর্মচারীকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরে ওই কর্মচারী নিহত হয়েছে।

এ ঘটনায় পুলিশ দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করেছে।  

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজার এলাকার এসএস টাওয়ারে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

 

নিহত রাসেলের বাবার নাম আফাজ উদ্দিন। তার বাড়ি নেত্রকোনা বলে জানিয়েছে পুলিশ।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, দোকানে চুরি করেছে সন্দেহে সকাল থেকে রাসেলকে মারধর করেছে দোকান মালিক। পরে দুপুর আড়াই টার দিকে রাসেল মারা যায়। এ ঘটনায় দোকান মালিক আরমান ও আরেক কর্মচারী ইউনুসকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।