ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে পুড়লো ৭ ঘর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে পুড়লো ৭ ঘর  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে ৭টি ঘর পুড়ে গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব মোহরার আব্দুর রশিদ কেরানির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পাই।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  সিলিন্ডারের গ্যাস লাইন লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। বুঝতে না পেরে রান্নার সময় চুলা জ্বালালে আগুন লেগে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।