ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরীঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, উপজেলার কোদালা ইউনিয়নের চৌধুরীঘোনা এলাকায় নদীর তীরবর্তীতে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। তবে ঘটনায় ড্রেজার মেশিন মালিকসহ কাউকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।