ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবেশের ছাড়পত্র না নিয়ে গ্যাস স্টেশন স্থাপন, শুনানিতে হাজিরের নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
পরিবেশের ছাড়পত্র না নিয়ে গ্যাস স্টেশন স্থাপন, শুনানিতে হাজিরের নোটিশ বসতবাড়ির পাশে স্থাপন করা হচ্ছে অটো গ্যাস স্টেশন

চট্টগ্রাম: বোয়ালখালী থানাধীন পূর্ব কালুরঘাট এলাকায় বসতবাড়ির পাশে স্থাপন করা হচ্ছে অটো গ্যাস স্টেশন। পরিবেশ অধিদফতরের অনুমতি ও ছাড়পত্র না নেওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে শুনানিতে হাজির হতে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর।

 

সোমবার (২১ সেপ্টেম্বর)  পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে।  

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদফতরের টিম।

অভিযোগের সত্যতা পাওয়ায় ২ সেপ্টেম্বর পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশে অভিযুক্তদের ২১ সেপ্টেম্বর শুনানিতে হাজির হতে নির্দেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন।  

এর আগে ২৭ জুলাই পরিবেশ অধিদফতরের অনুমতি ও ছাড়পত্র না নিয়ে বসতবাড়ির পাশে অবৈধভাবে অটো গ্যাস স্টেশন স্থাপনের বিষয়ে অভিযোগ করেন স্থানীয় পাঁচজন ব্যক্তি।  

অভিযোগে উল্লেখ করা হয়, এশিয়াকম এনার্জি অ্যান্ড টেকনোলজি ও শরাফত অ্যান্ড ব্রাদার্স যৌথভাবে বসতবাড়ির পাশে অবৈধভাবে অটো গ্যাস স্টেশন করছে।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।