ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আল্লামা শফী সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন: খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
আল্লামা শফী সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন: খসরু আল্লামা শফীর ইন্তেকালে শোক জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান।

খসরু বলেন, আল্লামা শফী চট্টগ্রামের একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন। চট্টগ্রামে ধর্মীয় শিক্ষা ও ইসলাম ধর্মের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ধর্মীয় শিক্ষায় তার অবদানের কথা চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবে। তার ইন্তেকালে যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।  

তিনি এ বিশিষ্ট আলেমে দ্বীনের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহ'র কাছে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

>> আল্লামা শফী আর নেই

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad