ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্ত্রীকে কুপিয়ে খুন, ৯৯৯-এ ফোন করে ধরা দিলো স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
স্ত্রীকে কুপিয়ে খুন, ৯৯৯-এ ফোন করে ধরা দিলো স্বামী আব্দুর রহিম।

চট্টগ্রাম: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন স্বামী। ফোন করে এ খবর স্বজনদের জানানোর চেষ্টা করেন।

পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানিয়েছেন এ ঘটনা।  

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে হাসপাতালে পাঠায়।

কিন্তু বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে মারা যান ওই নারী। এরপর পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে।  

সাতকানিয়ার ছোট ঢেমশা মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতের নাম নুসরাত শারমিন রিনি (৩০)। তার স্বামী আব্দুর রহিম (৩০) সাতকানিয়ার উত্তর ঢেমশা এলাকার রঞ্জু মিয়ার ছেলে।  

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছিলেন স্বামী আব্দুর রহিম। তিনি নিজেই ফোন করে তার স্বজনদের জানানোর চেষ্টা করেন। পরে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান এ ঘটনা। পুলিশ ভিকটিম নুসরাত শারমিন রিনিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মারা যান তিনি।  

ওসি বলেন, ঘাতক আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।