ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কমেছে মাছ-মাংস ও সবজির দাম  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
কমেছে মাছ-মাংস ও সবজির দাম   ফাইল ছবি।

চট্টগ্রাম: গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামে মাছ-মাংস ও সবজির দাম কিছুটা কমেছে। সাগরে মাছ ধরা চলমান থাকায় সামুদ্রিক মাছের সরবরাহও বেড়েছে।

কাজির দেউড়ি বাজারে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইলিশ মাছ ৬০০-৮০০ টাকা, চিংড়ি ৪৫০-৫০০ টাকা, কোরাল ৫৫০ টাকা, লইট্যা ৯০-১১০ টাকা, বাটা সাড়ে ২৪০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, রুই ১২০ টাকা, কাতাল ১২০-২৫০ টাকা, পাবদা ৪৫০ টাকা, ছুরি ১৫০ টাকা, কই ২৫০ টাকা, শিং ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১০০ টাকা, লেয়ার ২৩০ টাকা, কর্ক ২৫০ টাকা, সোনালী ১৯০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।

রিয়াজউদ্দিন বাজার ও চকবাজারে সবজির মধ্যে কাঁকরোল ৪০ টাকা, আলু ৩৮ টাকা, পটল ৪০ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ১০০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, গাজর ৮০-১০০ টাকা, বরবটি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ছোট কচু ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।