ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চালু হচ্ছে করোনা ল্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, সেপ্টেম্বর ১৬, ২০২০
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চালু হচ্ছে করোনা ল্যাব চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল

চট্টগ্রাম: করোনার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চালু হচ্ছে ল্যাব।  বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ল্যাবটি উদ্বোধন করবেন।

 

ল্যাব চালুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ।

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় করোনা ল্যাব চালুর অনুমতি পেয়েছি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ল্যাবের উদ্বোধন করবেন।  

বেসরকারি হাসপাতালগুলোর জন্য সরকার যে ফি নির্ধারণ করেছে তা থেকে কম মূল্যে এই ল্যাবে নমুনা পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।  

এখন পর্যন্ত চট্টগ্রামে ৬টি ল্যাব চালু রয়েছে। এর মধ্যে ৪টি সরকারি এবং বাকি ২টি বেসরকারি।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।