চট্টগ্রাম: নগরের পাহাড়তলীতে ক্রেনের সাহায্যে মালামাল নামানোর সময় বিদ্যুতায়িত হয়ে ক্রেন অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী থানার সিডিএ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ক্রেন দিয়ে ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাশে থাকা বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে আসে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এমএম/এসি/টিসি