ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
শাহ আমানতে ১১ লাখ টাকার সিগারেট জব্দ জব্দ বিদেশি সিগারেট

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ৫৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেট ২ হাজার টাকা হিসাবে যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।



বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা তিন যাত্রীকে চ্যালেঞ্জ করে এসব সিগারেট জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

তিন যাত্রীর মধ্যে বোয়ালখালীর মো. আবদুর রহিমের কাছ থেকে ২০০ কার্টন, হাটহাজারীর শফিকুল ইসলামের কাছ থেকে ১৮০ কার্টন ও বোয়ালখালীর জাহাঙ্গীর আলমের কাছ থেকে জব্দ করা হয় ১৭০ কার্টন সিগারেট।

জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। লকডাউনের পর এটিই সিগারেটের বড় চালান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।