ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক উন্নয়নে বিজিএমইএর সহযোগিতা চাইলেন সুজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
সড়ক উন্নয়নে বিজিএমইএর সহযোগিতা চাইলেন সুজন চসিক প্রশাসককে শুভেচ্ছা জানান বিজিএমইএর নেতারা

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরকে ঘিরে তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানির পণ্যবাহী গাড়িগুলো নগরের সড়ক দিয়ে যাতায়াত করছে। তাই এসব সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারকাজে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসের চসিক কার্যালয়ে বিজিএমইএর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে সুজন এ সহযোগিতা চান।

তিনি বিজিএমইএর নেতাদের উদ্দেশে বলেন, অনেক সময় দেখা যায় বেতন-ভাতা-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকেরা রাস্তায় নামতে বাধ্য হন।

তারা সড়ক অবরোধ করেন এবং এতে দুঃসহ নাগরিক দুর্ভোগের সৃষ্টি হয়। তাই শ্রমিক-কর্মচারীরা যাতে রাস্তায় নামতে বাধ্য না হন সেদিকে মালিক কর্তৃপক্ষকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে।  

সুজন বলেন, করোনাকালে দেশের বৈদেশিক মুদ্রা আহরণের শীর্ষতম উৎস তৈরি পোশাক রফতানি শিল্পখাতসহ সামগ্রিক অর্থনীতিতে স্থবিরতা প্রকটতর হওয়ার আশঙ্কা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ খাতে সর্বাধিক প্রণোদনা প্রদান ও ঋণ সহায়তা বরাদ্দ দেন বিধায় এ খাতটি ঘুরে দাঁড়িয়েছে। ফলে রফতানি আয়ের সূচকে গতিশীলতা বিদ্যমান রয়েছে। তাই মনে রাখতে হবে যে-কোনো প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি-সামর্থ্য ক্ষমতা ও কর্মপরিকল্পনা সরকারের আছে। রফতানিমুখী শিল্পের সমস্যা আছে আবার সমাধানও আছে। শ্রমিক-কর্মচারী-মালিক ও সরকারের সমন্বিত প্রচেষ্টাই যেকোনো সমস্যা সমাধানের একমাত্র উপায়।  

এ সময় উপস্থিত ছিলেন চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী, একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, বিজিএমইএ চট্টগ্রামের প্রথম সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, আব্দুল আজিজ চৌধুরী প্রমুখ।

চসিক প্রশাসক বিজিএমইএ নেতাদের পোশাক শিল্পখাতের প্রসার ও উন্নয়নে চসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।