ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে অটাম সেমিস্টারের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
সিআইইউতে অটাম সেমিস্টারের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু ...

চট্টগ্রাম: করোনাতে বন্দী হয়ে বাড়িতে বসে আর ক’দিন থাকা যায়! এবার পাঠ্যবইয়ের জগতে নিজেকে না হয় খুঁজে নিবো চেনা-পরিচিত পুরোনো সময়ের মত।
 
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবল ইচ্ছা, সচেতন অভিভাবকদের আগ্রহ আর কর্তৃপক্ষের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিতের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) শুরু হয়েছে ২০২০ অটাম সেমিস্টারের অনলাইন ভর্তি কার্যক্রম।


 
সরাসরি ভর্তি হওয়া ছাড়াও করোনার প্রাদুর্ভাব চলাকালীন বাড়িতে বসেও যেকোন শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন।  
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ফরম সংগ্রহ ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ছুটির দিন ছাড়া সপ্তাহের যেকোন দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের জামালখান ক্যাম্পাসের অ্যাডমিশন অফিস শাখায় যোগাযোগ করা যাবে।

 
এ ছাড়া সিআইইউর অফিশিয়াল ওয়েব সাইট,  ফেসবুক, ইন্সট্রগ্রাম,  মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইনসহ ডিজিটাল দুনিয়ার সবখানেই এখন মিলছে সিআইইউর অটাম সেমিস্টারের ভর্তি তথ্য।  

পাশাপাশি দেশের সর্বাধিক জনপ্রিয় পত্রিকাগুলোর অনলাইন, এফএম রেডিও ও  টেলিভিশন চ্যানেলে ঘন্টায় ঘন্টায় প্রচারিত হচ্ছে সিআইইউর বিভিন্ন সাবজেক্টের ভর্তি তথ্য।  

বিস্তারিত তথ্যের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ নম্বরে  যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।  ওয়েবসাইটের ঠিকানাটি হল: www.ciu.edu.bd। সিআইইউর ফেসবুক পেইজটি হচ্ছে:  facebook.com/chittagongindependentuniversity।
 
অনলাইন অ্যাডমিশন ফরমের বিষয়ে জানতে চাইলে ক্লিক করতে হবে: ciu.edu.bd/Applyonline.html এই ঠিকানায়।
 
বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড  সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট।
 
সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, আমরা অনলাইনের মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রম পুরোদমে সচল রেখেছি। অটাম সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের করোনাকে জয় করে পুরোদমে পড়ালেখা শুরু করার প্রস্তুতি নেওয়ার এখন-ই সময়।

বাধা আসবেই, সেই বাধাকে ভয় না পেয়ে নিজেকে একধাপ এগিয়ে  নেওয়ার মানসিকতা গড়ে তোলাই তারুণ্যের বড় শক্তি বলে মন্তব্য করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।