ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা সিআইইউতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতা সিআইইউতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠান।

চট্টগ্রাম: বঙ্গবন্ধুকে নিয়ে জানার শেষ নেই। তরুণপ্রজন্মের চোখে তিনি আদর্শের প্রতীক।

তার বর্ণাঢ্য জীবন যে অনন্তকাল নদীর মতো বয়ে চলবে তা আরও একবার ফুটে উঠলো একঝাঁক শিক্ষার্থীর লেখায়।  


মুজিববর্ষ উপলক্ষে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) আয়োজন করা হয়েছিল ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ রাইটিং কমপিটিশন ২০২০’ শীর্ষক  জমজমাট রচনা প্রতিযোগিতা।

 


তরুণরা বঙ্গবন্ধুকে নিয়ে কি ভাবেন-এমন পরিকল্পনা নিয়ে সিআইইউর ক্রিয়েটিভ রাইটার্স ক্লাব (সিডব্লিউসি) বাংলা ও ইংরেজি দুই শাখাতে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করে।    


সম্প্রতি এই উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।  


এতে প্রধান অতিথির বক্তব্যে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় উদার ব্যক্তিত্ব ও অসাম্প্রদায়িক বাংলাদেশের কারিগর।  


তিনি নতুনদের নিয়ে ভাবতেন। তারুণ্যের স্বপ্ন ও প্রত্যাশাকে বঙ্গবন্ধু অন্তরে ধারণ করে সামনে এগিয়ে চলতেন বলে অনুষ্ঠানে উল্লেখ করেন উপাচার্য।  


ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের অ্যাসিসটেন্ট কর্ডিনেটর ও প্রভাষক নসিহ উল ওয়াদুদ আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (স্ল্যাস) এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ ও ইংরেজি বিভাগের  চেয়ারম্যান রিফাত তাসনীম।  


উপস্থিত ছিলেন স্ল্যাস এর সব শিক্ষক ও শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রশাসনিক শাখার কর্মকর্তারা।  


রচনা প্রতিযোগিতায় কৃতী দুই শিক্ষার্থী আইমান আমিন ইতু ও ওয়াসিয়াতুল মারিফা ইফতিকে বিজয়ী ঘোষণা করা হয়।  


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান গেয়ে অতিথিদের হাততালি কুড়ান।  
বিভিন্ন পর্বে যারা অংশ নিয়েছেন তারা হলেন- সাঈদা তাসনিয়া কাউসার, আয়মান উলফাত শেফা, রিয়ান মোহাম্মদ আজম, মোহাম্মদ রাশেদুল আলম, তাহজিব হাসান ধ্রুব, সাদমান বিন ইসলাম প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।