ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শোক দিবসে চট্টগ্রাম ওয়াসার নানা কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
শোক দিবসে চট্টগ্রাম ওয়াসার নানা কর্মসূচি বক্তব্য দেন প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।

চট্টগ্রাম: নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন করেছে চট্টগ্রাম ওয়াসা।


শনিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে ওয়াসার প্রধান কার্যালয়সহ অন্যান্য স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

 


সকাল ৯টায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


সকাল ১০টায় ওয়াসার প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় শোক দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


সভায় ১৫ আগস্টে নির্মমভাবে শাহাদাতবরণকারীদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় শোক দিবসের বিভিন্ন   তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন বক্তারা।  


ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহার শীলার সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহসহ ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।


জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারীদের ছেলে-মেয়েদের নিয়ে শোক দিবসের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।  


বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad