ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে: ডা. শাহরিয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধু বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে: ডা. শাহরিয়ার বক্তব্য দেন ডা. হাসান শাহরিয়ার কবীর।  

চট্টগ্রাম: বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু তার কর্মের কারণে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।  


শনিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 


স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, যে কাজটি বর্বর হানাদার পাকিস্তানি বাহিনীও করার সাহস করেনি, সেটিই করল এ দেশের স্বাধীনতাবিরোধী শক্তি।  


‘তিনি যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে গঠন করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন তখনই ঘটানো হয় এ নৃশংস ঘটনা।

’ 


শোক দিবসের আলোচনা সভায় ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডা. মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ, হাসপাতালটির সহকারী পরিচালক ডা. মো. কামরুল আযাদ, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।


এর আগে সকালে স্বাস্থ্য ভবন চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।  


বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।