ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা  বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দারুল ফজল মার্কেটের সংসদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল আহমদ। সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সন্তান কমান্ড মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সজীবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী।

আলোচনা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সংসদের ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, সহকারী কমান্ডার খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা নুর উদ্দিন চৌধুরী, সৌরিন্দ্র নাথ সেন, দোস্ত মোহাম্মদ, মো. ইউসুফ, কামরুল আলম জতু, আহমদ মিয়া, জাফর আহমদ, মো. ইউনুচ, মঈনুল হোসেন, আলী হোসেন, আবুল কালাম, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, সেলিম উল্লাহ, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী কাজী নুরুল আবছার, মুক্তিযোদ্ধার সন্তান সাজ্জাদ হোসেন, কাজী মুহাম্মাদ রাজীশ ইমরান, হাসান মো. আবু হান্নান, কাজী মাঈনুল রিগ্যান, জুনায়েদ আহমদ, জয়নুদ্দিন জয়, শহীদুল্লাহ কায়সার, শাহানাজ রীমা, সাইকা দোস্ত, নঈমুদ্দিন খান, মনিরুল ইসলাম, মনিরুজ্জামান বিজয়, মাঈনুল সৌরভ, মো. জিসান, বাবলু জালালাবাদ, শেখ ফরিদ মিঠু,  মিস লিমা, মো. বিদ্যুৎ, মো. সামিউল, এহতেশামুল হক, মো. সাইফুল, জাবেদ পাটোয়ারী, এসএম আল হাসান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad