ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের ৪১ ওয়ার্ডের জন্ম-মৃত্যু সনদ দেবে ৩ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
চসিকের ৪১ ওয়ার্ডের জন্ম-মৃত্যু সনদ দেবে ৩ কর্মকর্তা চসিক লোগো

চট্টগ্রাম: নির্বাচিত মেয়রের দায়িত্ব শেষে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাউন্সিলরদের পরিবর্তে ‘সহায়ক পরিষদ’ গঠিত হয়নি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। তাই জনদুর্ভোগ লাঘবে তিনজন কর্মকর্তাকে ৪১টি ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কাজ তদারকি এবং জন্ম ও মৃত্যু সনদে সই করার দায়িত্ব দেওয়া হয়েছে।



চসিক সূত্রে জানা গেছে, ২৯-৪১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব চসিক সচিব আবু শাহেদ চৌধুরীকে, ১৫-২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়াকে এবং ১-১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমকে দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
 

এ ব্যাপারে জানতে চাইলে মো. সামসুদ্দোহা বাংলানিউজকে বলেন, চসিক প্রশাসককে সহযোগিতার জন্য সহায়ক পরিষদ এখনো গঠিত হয়নি। হতেও পারে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আলোচনা করে প্রশাসকের নির্দেশনায় তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

চসিকের নির্বাচিত পঞ্চম পরিষদের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হয়েছে। ওয়ার্ডগুলোতে নির্বাচিত কাউন্সিলর দায়িত্ব না নেওয়া পর্যন্ত ওয়ার্ডের পরিচ্ছন্ন কার্যক্রম, ভৌত অবকাঠামো উন্নয়নসহ যাবতীয় কাজ তদারকি এবং জন্ম ও মৃত্যু সনদে (জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধি অনুসারে) সই করার দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।