ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুর্ঘটনারোধে সিগন্যালিং সিস্টেম তদারকি রেলওয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
দুর্ঘটনারোধে সিগন্যালিং সিস্টেম তদারকি রেলওয়ের দুর্ঘটনারোধে সিগন্যালিং সিস্টেম তদারকি রেলওয়ের

চট্টগ্রাম: ট্রেন দুর্ঘটনারোধে লেভেল ক্রসিং গেইটের রোড অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম ও স্টেশনের সিগন্যালিং সিস্টেম তদারকি করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সিস্টেম লাইন তদারকি করা হয়।


পূর্বাঞ্চলের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্টেশনে লেভেল ক্রসিং গেইট এর রোড অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম, স্টেশনের সিগন্যালিং সিস্টেম তদারকি করেন৷ 


এসময় প্রাপ্ত ত্রুটি বিচ্যুতি দ্রুত সময়ে সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।  

বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) মো. নুরুল ইসলাম, গ্যাং এম এস ইউছুপ খান, সিরাজুল আলমসহ বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টাররা এ সময় উপস্থিত ছিলেন।


পরিদর্শন শেষে কুমিরা স্টেশনে বৃক্ষরোপণ করা হয়।


বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
জেইউ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।