ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দূর পাল্লার বাসে অনিয়ম, পৌনে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
দূর পাল্লার বাসে অনিয়ম, পৌনে লাখ টাকা জরিমানা চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম: চট্টগ্রামে দূর পাল্লার বাসে অনিয়মের দায়ে কয়েকটি বাস কাউন্টারকে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় নগরের দামপাড়া, একে খান গেইট এবং অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অভিযানে সৌদিয়া বাস কাউন্টারকে ৪০ হাজার, ইউনিক বাস কাউন্টারকে ৩০ হাজার, জোনাকি পরিবহনকে ১ হাজার, বিলাস পরিবহনকে ২ হাজার, তিশা পরিবহনকে ১ হাজার, শ্যামলী পরিবহনকে ১ হাজার, যাত্রী পরিবহনকে ১ হাজার এবং অনিমা পরিবহনকে ৫ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad